এ বছর করোনাভাইরাসের কারণে ক্রিকেট খেলা তেমন হয়নি তবে মাত্র তিন ওয়ানডে খেলেই বছর শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের ওয়ানডের সংখ্যাও এ বছর কম থাক্লেও মাত্র তিন ওয়ানডে খেলেও ওয়ানডের বর্ষসেরার ব্যাটসম্যানদের তালিকায় নাম উঠেছে তামিম ইকবাল ও লিটন দাসের।
মার্চে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স করেন তামিম ইকবাল খান এবং লিটন দাস। দুজনই দুটি করে সেঞ্চুরি করেন। লিটন তো তামিমের রেকর্ড ভেঙে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের করেছেন (১৭৬)।
লিটনের এই ১৭৬ রানের রেকর্ড বছরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তারপরেই আছে তামিমের খেলা ১৫৮ রানের খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজে ৩১১ রান করেন লিটন, তামিম করেছিলেন তার চেয়ে ঠিক ১ রান কম। দুজনের গড় দেড়শ ছাড়ানো হলেও ৫ ব্যবধানে এগিয়ে লিটন দাস (১৫৫.৫০)। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন-তামিমের রেকর্ড গড়া ২৯২ রানের জুটি এ বছর ওয়ানডের সেরা জুটি হয়েছে। ২০২০ সালে সবচেয়ে বেশি ১৩টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়ায়।TAG : tamim liton bangladesh
KEYWORDS : tamim liton banglade
This News Related By : Bangladesh.