
Rana Sikder
CrickBangla Reporter
ম্যাচ হারার পাশাপাশি জরিমানাও গুনতে হল ভারতীয় দলকে
28 November 2020 , 11:45 PM
অস্ট্রেলিয়ায় হারের পর জরিমানাও গুনতে হলো কোহলিদের।
স্লো ওভার রেটের জন্য পুরো দলের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হল।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন স্লো ওভার রেটের জন্য। তাই কোনও শুনানির প্রয়োজন নেই।
ম্যাচের রেফারি ডেভিড বুনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ভারত ১ ওভার কম বল করেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যতগুলি ওভার কম বল করা হবে তত ওভার প্রতি ম্যাচ ফিয়ের ২০ শতাংশ কেটে নেওয়া হবে। ভারত যেহেতু ১ ওভার কম করেছে তাই তাদের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।
মাঠে দায়িত্বরত আম্পায়ার রড টাকার এবং স্যাম নাগাজস্কি, টিভি আম্পায়ার পল রেইফেল এবং চতুর্থ আম্পায়ার জেরার্ড আবুদের অভিযোগের প্রেক্ষিতেই এই শাস্তির সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
আগামীকাল সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় দলকে শুধু যে পারফর্মান্সের দিকে নজর দিতে হবে তা-ই নয়, মাথায় রাখতে হবে এই ওভার রেটের কথাও।
প্রথম ম্যাচে ক্ষমা চেয়ে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হয়নি কোহলিদের। কিন্তু আগামীকাল একই ভুল করলে আইসিসি-র নিয়ম অনুযায়ী শাস্তির পরিমাণ কিন্তু বাড়বে।
TAG : IndianCricket, ICC, SlowOverRate
KEYWORDS : IndianCricket, ICC,
This News Related By : India.