প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
মারা গেলেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বেন স্টোকসের বাবা জেড
স্টোকস (৬৫) ।
দীর্ঘ দিন ব্রেইন ক্যানসারের সাথে পাঞ্জালড়ে মৃত্যুবরণ
করলেন তিনি।
বেন স্টোকসের বাবাও পেশায় ছিলেন একজন খেলোয়াড় তবে তিনি ক্রিকেটআর ছিলেন নাহ,
তিনি ছিলেন নিউজিল্যান্ডের সাবেক রাগবি খেলোয়াড়। ওয়ার্কিংটন
টাউন নামের রাগবি ক্লাবে ১৯৮২-৮৩ মৌসুমে খেলেছেন তিনি।
২০০৩ সালে
সেই ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেন স্টোকসের বাবা,
পরে তার মস্তিষ্কে
ক্যানসার ধরা পড়ে। গত আগস্টের শুরুর দিকে থাকতে
পাকিস্তানের বিপক্ষে শেষ
দুই টেস্টের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন স্টোকস।
এরপর অসুস্থ
বাবার পাশে থাকতে নিউজিল্যান্ডের ক্রাইস্টর্চার্চে প্রায় ১ মাস কাটিয়ে আসেন
তিনি।
নিউজিল্যান্ড থেকে ফিরে আইপিএল খেলেন বেন স্টোকস।
তারপর দক্ষিণ
আফ্রিকা সফরেও টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন।
তবে ওয়ানডে থেকে বিশ্রামে ছিলেন। যদিও করোনার হানায়
ওই সিরিজ বাতিল হয়ে গেছে। কিন্তু দেশে ফেরার
আগেই
বড় ধাক্কা খেলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
By Crick Bangla