
Rana Sikder
CrickBangla Reporter
চা বিরতিতে যাওয়ার আগে উইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৫৩
5 February 2021 , 02:30 PM
লাঞ্চের পর দারুন ব্যাট করছিলেন ক্যারিবীয়ান দুই ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড ও জসুয়া ডি সিলভা। তাদের ব্যাটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে চা বিরতির ঠিক আগের ওভারে জসুয়া ডি সিলভাকে আউট করে ভয়ঙ্কর এই জুটি ভাঙ্গেন নাঈম হাসান। পরের ওভারে ব্ল্যাকউডকে ফিরিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৫৩। এখনো তারা পিছিয়ে ১৭৭ রানে।
চট্টগ্রাম টেস্টে আজ তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিবীয়দের ৩ উইকেট নিতে পেরেছিলেন বাংলাদেশ দল। প্রথম সেশনে টাইগার স্পিন ডিপার্টমেন্টের দুরন্ত ঘূর্ণিজাদুতে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। তবে লাঞ্চ বিরতির পর ঠিকই হাফসেঞ্চুরি করে নিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড।
৮০তম ওভারে মিরাজের প্রথম বলকেই মিড-অফ ও কভারের ফাঁকা অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠান ব্ল্যাকউড। ১০৬ বল খেলে ফিফটি পূরণ করেন। টেস্টে এটি ব্ল্যাকউডের ১৩তম ফিফটি। তাকে যোগ্য সঙ্গদেন জসুয়া ডি সিলভা। এই জুটি ষষ্ঠ উইকেটে সংগ্রহ করে ৯৯ রান।
চা বিরতির ঠিক আগের ওভারে জসুয়াকে লিটনের ক্যাচে পরিনত করেন নাঈম। ক্যারিবীয়ান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফেরেন ৪২ রান করে। মিরাজের করা পরের ওভারের প্রথম বলে লিটনের হাতে ধরা পরেন ব্ল্যাকউড। এরপরেই চা বিরতিতে যায় দুই দল।
TAG : Test, Bangladesh, Windies
KEYWORDS : Test, Bangladesh, Wi
This News Related By : Bangladesh.