১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত–অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। শুরুতে সীমিত ওভারের ক্রিকেট থাকলেও নজরে সেই টেস্টই। তবে ক্রিকেট থেকেও আলোচনা চলছে মূলত দু’টো বিষয় নিয়েই। এক, প্রথম টেস্ট খেলে ভারত অধিনায়ক বিরাট কোহলির দেশে ফিরে আসা। দ্বিতীয়, অবশ্যই ইশান্ত শর্মা–রোহিত শর্মার দলের সঙ্গে যোগ দেওয়া। দুই ক্রিকেটারকে নিয়ে জল্পনা এখনও অব্যাহত।
ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইনের সময়সীমা কমানোর আরজি জানানো হয়েছে বিসিসিআই। আর ভারতীয় বোর্ডের এই আবেদনের পরে সেদেশের সরকারের সঙ্গে কথাও বলছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছে, আরব আমিরাতে যেভাবে আবেদন জানিয়ে খেলোয়াড়দের কোয়ারেন্টাইনের সময়সীমা কমানো হয়েছিল, সেভাবেই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছেও আবেদন জানানো হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিসিসিআই বর্তমানে রোহিত-ইশান্তের কোয়ারেন্টাইনের সময়সীমা কমানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া সরকার।
তবে ভারতীয় বোর্ডের আবেদন গ্রাহ্য হলেও বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। তবে সেক্ষেত্রে ইশান্ত–রোহিতের খেলতে কোনও সমস্যা হবে না।’
তবে গোটা বিষয়টাই নির্ভর করছে দুই ক্রিকেটারের সম্পূর্ণ চোটমুক্ত হওয়া এবং অস্ট্রেলিয়া সরকারের উপর।
এদিকে গুঞ্জন রয়েছে, প্রথম টেস্ট খেলে বিরাট চলে আসলে রোহিত নন, তাঁর জায়গায় দলের ভাবনায় রয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি দলের সঙ্গেই থাকবেন। এখন দেখার শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিমান ধরতে পারেন কি না রোহিত শর্মা এবং ইশান্ত শর্মা।