প্রকাশিত : ৫ নভেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
এই মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়ানোর কথা রয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৫ দল নিয়ে হবে এই আসর।
ড্রাফটে ১৫০ ক্রিকেটারের মধ্য থেকে লটারির মাধ্যমে গঠন হবে দল।
৯ই নভেম্বর থেকে এই আসরের বাধ্যতামূলক ফিটনেস টেস্টের জন্য মোট ১১৩ জন ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিবি। সেখানে রয়েছে সাকিব আল হাসানের নামও।
শুধুমাত্র সম্প্রতি শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটার ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চলমান ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের দিতে হবে না এই ফিটনেস টেস্ট।
তবে ফিটনেস তালিকায় নাম নেই সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। হ্যামস্ট্রিং চোটে পড়া এই পেসারের ফিটনেস ইস্যুতে বিসিবি কিছুটা ছাড় দিবে বলে আগেই জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আর চোটের বর্তমান অবস্থা বিবেচনায় তার এই টুর্নামেন্টে খেলাও নিশ্চিত নয়।
আগামী ৯ ও ১০ই নভেম্বর দুই দিনে হবে এই ফিটনেস টেস্ট। প্রথম দিনে ৮০ জন ক্রিকেটার নিজেদের ফিটনেস পরীক্ষা দিবেন। বাকি ৩৩ জন ক্রিকেটার অংশ নিবেন পরদিন।
প্রথম দিনে ফিটনেস টেস্ট দিবেন নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সাকিব আল হাসান। জানা গেছে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন আজ রাতে।
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিছেন বিপ টেস্টে পাশ মার্কের জন্য নির্দিষ্ট করে পয়েন্ট বেঁধে দেয়া হয়েছে।
By Crick Bangla