শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার নাঈম শেখ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দলের সাথে ছিলেন নাইম শেখ। অবশ্য কোন ম্যাচ খেলার সুযোগ হয় নি তার, শুধুমাত্র সাইড বেঞ্চে বসে থেকেই সফর শেষ করতে হয় তাকে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করা হয়। ১৬ সদস্যের দলে যুক্ত হয়েছেন বাঁ হাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ। তবে আগের দুই ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।
শুরুর দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, প্রথম দুই ম্যাচে দলের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হওয়া লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন নাইম শেখ
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।