
Rana Sikder
CrickBangla Reporter
রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় ফরচুন বরিশালের
28 November 2020 , 10:09 PM
মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের প্রথম জয় তুলে নিল তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তামিমরা।
১৩৩ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। মাত্র ৫ রানে প্রথম উইকেট পড়ে বরিশালের। এরপর পারভেজ ইমনকে সাথে নিয়ে অধিনায়ক তামিম গড়েন ৬১ রানের পার্টনারশিপ।
মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৭ বলে ২৩ রান করেন ইমন। ৩টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল ইমনের ইনিংস।
শেষের দিকে পরপর কয়েকটি উইকেটের পতনে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল ফরচুন বরিশাল। সেখান থেকে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেই মাঠ ছারেন তামিম।
সেই সাথে তুলে নেন টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটিও। খেলেন ৬১ বলে ৭৭ রানের একটি ঝড় ইনিংস। হাঁকান ১০টি চার ও ২ টি ছক্কা।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে সক্ষম হয় রাজশাহী।
উদ্বোধনী জুটিতে ৬.১ ওভারে ৩৯ রান তোলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন।
তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শান্ত ও আনিসুল সমান ২৪ রান করে করেন।
৪ নাম্বারে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হন মোহাম্মদ আশরাফুল। তিনি ৪ বলে ৬ রান করে রান আউট হন।ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ বলে ৩৪ রান করেন মেহেদি হাসান। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা।
কামরুল ইসলাম রাব্বি ৪ ওভারে ২১ রানে ৪টি উইকেট নেন। মেহেদি হাসান মিরাজ পান দুটি ও একটি করে উইকেট লাভ করেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ।
TAG : Bangabandhu T-20 Cup, FBvsMGR
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.