
ShahaDat
CrickBangla Reporter
লিটন মিঠুন জোরা শূন্য রান এর পর বাংলাদেশ ২৫৭ রান
16 February 2021 , 04:55 PM
জোরা শূন্য মেরে আবার ও প্রমাণ করল তাড়া এখনো ইন্টারন্যাশনাল লেভেল এ খেলার যোগ্য নন। শিশু সুলভ আউট কোন রকম চাপ নিতে পারেন না লিটন মিঠুন.
রিভার্স সুইপেই আউট মুশফিক আউট না হলে অবশী সেঞ্চুরি পেতেন। লিটন মিঠুন কে বার বার সুযোগ দিয়ে কোন উন্নতি নাই। দলের রান ১০০ হতে না হতেই ৪ উইকেট হারিয়ে খাবি খা থেকে মুশফিক রিয়াদ বাঁচালো। দ্বিতীয় উইকেটে তামিম–সাকিব জুটি শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। ভালোই খেলছিলেন দুজন। কিন্তু জুটিটা খুব বেশি বড় হয়নি। তামিম ভালো করলেউ সাকিব ছন্ধে নেই। বাংলাদেশ এর খেলার মান দিন দিন নিচের দিকে যাচ্ছে।
তামিম–সাকিব ফিরে যাওয়ার পর এখন মুশফিক–মাহমুদউল্লাহর সেই আগের মতই গল্প বাংলাদেশ টিম এর। নবাগত শ্রীলঙ্কা খুব সাদা মাটা একটা দল। তবে তাঁদের চেষ্টা দেখে মনে হবে না তাড়া নতু একটা দল।
বাংলাদেশ যদি এই ম্যাচ জিততে হয় তবে সাকিব মুস্তাফিয পারবে এই ম্যাচ কিছু করতে।
টার্গেট -২৫৮ রান
TAG : 1stodi, BDvsSL, MUSFIQ, Mithun, Liton
KEYWORDS : 1stodi, BDvsSL, MUSF
This News Related By : Bangladesh.