
Rana Sikder
CrickBangla Reporter
ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল হার বাংলাদেশের
27 October 2021 , 08:30 PM
বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আবুধাবিতে বাংলাদেশের ছুড়ে দেয়া ১২৫ রানের জবাবে ৩৫ বল হাতে রেখে আট উইকেট জয় পায় ইংল্যান্ড। জেসন রয় করেন ৬১ রান। ডেভিড মালান ২৮ রানে অপরাজিত থাকেন। পতন হওয়া ইংল্যান্ডের দুই উইকেটের একটি দখল করেন নাসুম আহমেদ। অপরটি পেয়েছেন বিশ্বকাপে অভিষেক হওয়া শরিফুল ইসলাম।
এর আগে নাসুম আহমেদের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সাকিব মাহমুদুল্লার ব্যাটিং ব্যর্থতার দিনে ৯ বলে ১৯ রান করেন নাসুম। এরমধ্যে আদিল রশিদের করা ১৯তম ওভারে ১৭ রান করেন এই স্পিনার। নাসুম ছাড়া এদিন কারো ব্যাট থেকেই বলার মতো রান আসেনি।
দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ২৯ রান করেছেন মুশফিক। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ১৮ ও নুরুল হাসান সোহান ১৯ রান করেন।এদিন ৫০ বল ডট দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ইংল্যান্ডের টাইমাল মিলস তিনটি, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট দখল করেন।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি টাইগার ওপেনারদ্বয়। মঈন আলীর করা ২.২ ওভারে উড়িয়ে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের তালুবন্দি হন লিটন। ফেরার আগে ৮ বলে ৯ করেন লিটন। এরপরের বলেই মোহাম্মদ নাঈমকে ফেরান মঈন। আগের ম্যাচে ৬২ করা নাঈমের সংগ্রহ এবার মাত্র ৫। থিতু হতে পারেননি সাকিব আল হাসানও। চার রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে আশা দেখাচ্ছিলেন মুশফিকুর রহীম। চতুর্থ উইকেটে এরা দুজন গড়েন ৩৭ রানের জুটি। এরপরেই লিয়াম লিভিংস্টোনের বলে কাটা পরেন মুশফিক। এলবি হয়ে ফিরেন ২৯ রান করে। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আফিফ হোসেন। তাকে ডেকে এনে রানআউট করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২৪ বলে ১৯ রান করে লিভিংস্টোনের বলে আউট হন রিয়াদ। মেহিদিও ফিরেছেন ১১ রান করে।
TAG : Bangladesh, England, ICC World T20
KEYWORDS : BD, ENG, T20
This News Related By : Bangladesh.