তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। করোনার কারণে প্রায় ১০ মাসের বিরতির পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে ওয়ানডেতে বাংলাদেশকেই ফেভারিট বলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ঘরের মাঠে বাংলাদেশকে এগিয়ে রাখছেন এই তরুণ পেস বোলিং অলরাউন্ডার। তবে শুধু সাইফউদ্দিন নয়, গত ২ বছরের পরিসংখ্যানও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।
একদিনের ক্রিকেটে দুই দলের লড়াইটা গত কয়েক বছরে বেশ উপভোগ্য হয়ে উঠেছে। সেটাও বাংলাদেশের দাপটের কারণে। দুই দলের লড়াইয়ে ৩৮ ম্যাচে এখনও এগিয়ে উইন্ডিজরা। বাংলাদেশের জয় ১৫টি, ওয়েস্ট ইন্ডিজের ২১টি।
বাংলাদেশের মাটিতে ১৭ ম্যাচে ক্যারিবিয়ানরা জিতেছে ১০টি, বাংলাদেশ ৬টি। যদিও এই পরিসংখ্যানকে ছাপিয়ে যাবে গত দুই বছরে টাইগারদের সাফল্য। শেষ ৫ ওয়ানডেতে উইন্ডিজদের কাছে হারেনি বাংলাদেশ। ৮ ম্যাচেও হার মাত্র একটি।
সাইফউদ্দিনকে বিশ্বাস যোগাচ্ছে গত দুই বছরের রেজাল্টই। বুধবার মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নিয়ে তরুণ এই ক্রিকেটার বলেছেন, ‘অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুযোগ। কারণ গত কয়েকবার দেখায় দেশে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপ সবজায়গায় আমরা ওদেরকে হারিয়েছি ভালোভাবেই। তো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। যেহেতু ঘরের মাটিতে খেলা তাই আমরা একটা বাড়তি সুবিধা পাব। আমরা আশাবাদী আমরা ফেভারিট।’
আগামী ২০, ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ও ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানডে।