
Rana Sikder
CrickBangla Reporter
তারুণ্যনির্ভর শ্রীলঙ্কাকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না মুস্তাফিজরা
20 May 2021 , 06:30 PM
নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালসহ নিয়মিত খেলোয়াড়দের অনেকেই নেই দলে। প্রমোদ্যা বিক্রমাসিংহের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটি ও কোচ মিকি আর্থার আভাস দিয়েছিলেন, ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে দলকে ঢেলে সাজাতে শ্রীলঙ্কা দলে নতুন মুখের ছড়াছড়ি।
তবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের প্রত্যাবর্তনে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির ওয়ানডে লীগে আগামী ২৩শে মে মাঠে নামছে দু’দল। আর মোস্তাফিজুর রহমান জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে কাউকেই ছোট করে দেখার কিছু নেই।
বাংলাদেশ দলের শীর্ষ পেসার বলেন, ‘এখন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসবে তারা কেউই ছোট না। আমার মনে হয় আমরা দুই দল সমান। কোনো দলকে আমি ছোট করে দেখি না।তবে হোমে আমরা বেশি ম্যাচ জিতেছি তাই অবশ্যই আমরা এগিয়ে থাকবো।’
আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে টানা ১২ দিন হোটেলে বন্দি ছিলেন মোস্তাফিজুর রহমান। ভারত ফেরতদের জন্য বাংলাদেশ সরকারের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি মুক্ত পান। গত মঙ্গলবার টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলনের শুরুতেই দলের সঙ্গে যোগ দেন মোস্তাফিজ।
শ্রীলঙ্কা সিরিজে টাইগাররা পাচ্ছেন না তাদের নিয়মিত পেস বোলিং কোচ ওটিস গিবসনকে। ক্যারিবিয়ান কোচের জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়েরকে। তরুণ এই কোচ অবশ্য দারুণ উপভোগ করছেন এই দায়িত্ব।
মোস্তাফিজের গতকালের অনুশীলন পর্ব নিয়ে তিনি বলেন, ‘আসলে মোস্তাফিজকে নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। এমন নয় যে ও এক বছর ধরে বোলিং করছে না। মাত্র ১৭ দিন বল হাতে নেয়নি। আর এমন কোয়ারেন্টিন আর বায়ো বাবলে তো ওরা এখন অভ্যস্ত। এটা কোন চিন্তার বিষয় হবে না। গতকাল মোস্তাফিজ এক স্পেলে ৫ ওভারের মতো বল করেছে। আর সেন্টার উইকেটে বল না করলেও নিজের রান আপের রিদমটা দেখে নিয়েছে। কাল (আজ) আমাদের বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ আছে সেখানে বল করবে সে। আশা করি যে দুই বা তিন দিন সময় আছে এর মধ্যে মোস্তাফিজ নিজেকে গুছিয়ে নিতে পারবে।’
TAG : Bangladesh, Mustafiz, Srilanka
KEYWORDS : Bangladesh, Mustafiz
This News Related By : Bangladesh.