
Rana Sikder
CrickBangla Reporter
নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা বাংলাদেশের
19 February 2021 , 08:00 PM
আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। টানা ব্যর্থতার পরও সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। পেসার হাসান মাহমুদের সঙ্গে দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শরিফুল ইসলাম। রয়েছেন মোহাম্মদ মিঠুনও। এখনো কোন ম্যাচ না খেলা স্পিনার নাসুম আহমেদও যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। অভিজ্ঞ তাইজুল ইসলামের জায়গা হয়নি। মোহাম্মদ সাইফ উদ্দিনসহ ২০ সদস্যের স্কোয়াডে পেসার রয়েছেন ৭ জন।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের দল থেকে এবারের দলে নেই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার শফিউল ইসলাম। আল আমিন ও নাসুম ছিলেন সেই টি-টোয়েন্টি সিরিজের দলে। তাই প্রথাগত অর্থে তাদের দলে থাকাকে দলে ফেরা বলা যাচ্ছে না।
২০শে মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ক্রাইস্টচার্চ (২৩ মার্চ) ও ওয়েলিংটনে (২৬ মার্চ)। একদিন বিরতি দিয়ে ২৮শে মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি। ৩০শে মার্চ নেপিয়ারে দ্বিতীয় এবং ১লা এপ্রিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অকল্যান্ডে। কিউইদের বিপক্ষে সিরিজ আগামী মাসে শুরু হলেও বাড়তি অনুশীলন ও কোয়ারেন্টিন ইস্যুতে চলতি মাসের ২৪ তারিখে রওনা হবে বাংলাদেশ দল।নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল:
তামিম ইকবাল (ওয়ানডে অধিনায়ক), মাহমুদ উল্লাহ (টি-টোয়েন্টি অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
TAG : Bangladesh, New Zealand Tour, BCB
KEYWORDS : Bangladesh, New Zeal
This News Related By : Bangladesh.