
Rana Sikder
CrickBangla Reporter
টাইগার শিবিরে দুঃসংবাদ, ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান
10 February 2021 , 01:30 PM
কুঁচকিতে চোট পাওয়ায় চট্টগ্রামে পুরো টেস্ট খেলতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চোট গুরুতর হওয়ায় নেই ঢাকা টেস্টেও। এবার টাইগার শিবিরে নতুন দুঃসংবাদ। চোট পেয়েছেন সাদমান ইসলাম।
পুরোপুরি ফিট না থাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না এই বাঁ হাতি ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেন মিনহাজুল আবেদীন নান্নু।
এই বিষয়ে নির্বাচক নান্নু বলেন, ‘ডান পায়ের কুঁচকিতে চোট পেয়েছে সাদমান। পুরোপুরি ফিট না থাকায় দ্বিতীয় টেস্টে দলে রাখা হবে না তাকে।’
চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান সাদদামন। এরপর কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে ফেরেন মাঠে। কিন্তু পঞ্চম দিন তাকে মাঠেই দেখা যায়নি।
চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। যা ছিল তার ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি।
কুঁচকিতে টান পাওয়া সাকিব আল হাসানের খেলা হচ্ছে না তা আগেই জানা ছিলো। চট্টগ্রামে ভুগিয়েছে তার ইনজুরি। সমতায় ফেরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই চ্যালেঞ্জের মধ্যেই নতুন দুঃসংবাদ হাজির।
TAG : Shadman Islam, Bangladesh, Dhaka Test
KEYWORDS : Shadman Islam, Bangl
This News Related By : Bangladesh.