প্রকাশিত : ৯ নভেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
ইংল্যান্ড সফরে ব্যর্থতার পরই আজহার আলীকে টেস্টের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন ওঠে। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, টেস্টেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম। শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
দশ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ হারে পাকিস্তান। গত আগস্টে হওয়া সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক আজহার আলী।
যদিও শেষ টেস্টে খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। আজহার আলীর নেতৃত্বে ৯ টেস্টে পাকিস্তানের জয় মাত্র দুটি। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে পাকিস্তান।
পাকিস্তানি সংবাদমাধ্যমের মতে, সেই সফরে আজহার আলী খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে।
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমকে লম্বা সময়ের জন্যই দায়িত্ব দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছরেই ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন বাবর। পিসিবি তিন ফরম্যাটেই ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানকে নেতৃত্বের ভার দিতে চায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
সাদা পোশাকে পাকিস্তানের নেতৃত্বে বাবরকে চান ওয়াসিম আকরামও।
সাবেক এই পেসার বলেন, ‘সাবেক ক্রিকেটার হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার পছন্দ বাবর আজম। সে আমাদের ভবিষ্যৎ। লম্বা সময় খেলার মতো প্রতিভাবান সে। যদি তাকে টেস্ট অধিনায়ক নির্বাচিত করা হয় সেক্ষেত্রে লম্বা সময়ের জন্য করা উচিত।’
অধিনায়কের বাড়তি চাপ বাবর আজমের ব্যাটিংয়ে প্রভাব ফেলবে না বলে মনে করেন আকরাম।
তিনি বলেন, ‘বাবর আমাদের সেরা ক্রিকেটার। নেতৃত্বের কারণে তার ব্যাটিংয়ে প্রভাব পড়বে এমনটা আমি মনে করি না। সে একজন ব্যাটসম্যান। তার কাজই রান করা। বিরাট কোহলি, কেন উইলিয়ামসনরা তো দারুণ নেতৃত্বের পাশাপাশি ভালো ব্যাটিংও করছে।’
By Crick Bangla