
Rana Sikder
CrickBangla Reporter
এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
29 November 2020 , 07:00 PM
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও একইভাবে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হল ভারতীয় দল। আর এই হারের সঙ্গে সঙ্গে সিরিজ তো হাতছাড়া হলই, পাশাপাশি বিরাটের অধিনায়কত্ব নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। সিডনিতে ফের একবার রান তাড়া করতে ব্যর্থ ভারতীয় দল।
স্মিথ–ফিঞ্চ–ম্যাক্সওয়েলদের দাপটে অস্ট্রেলিয়া ৩৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় টিম ইন্ডিয়াকে। জবাবে বিরাটদের ইনিংস থেমে যায় ৫১ রান দূরেই। ব্যাট হাতে বিরাটের ৮৯ রানের ইনিংসও বাঁচাতে পারেনি দলের হার।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। প্রথম কয়েকটা ওভার দুই ভারতীয় পেসারের সামনে একটু সাবধানে খেলা। সেট হওয়ার পরই প্রতি আক্রমণ। এবং দিনের শেষে বিশাল স্কোর। একই মাঠ, একই পিচ, আর একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটালের অজিরা।
দুর্দান্ত অর্ধশতরান করলেন ফিঞ্চ (৬০) এবং ওয়ার্নার (৮৩)। আর ফের শতরান করলেন স্টিভ স্মিথ। সেটাও আগের দিনের মতোই ৬২ বলে পূর্ণ করলেন তিনি।
হার্দিক পাণ্ডিয়ার বলে স্মিথ যখন আউট হলেন তখন অজিদের স্কোর ২৯২ তিন উইকেটে। ওভার মাত্র ৪১। শেষ ৯ ওভারে খেল দেখালেন ম্যাক্সওয়েল (৬৩) এবং লাবুশানে। ৬১ বলে লাবুশানে করলেন ৭০। আর ম্যাক্সওয়েল করলেন মাত্র ২৯ বলে দুর্দান্ত ৬৩ রান। শেষপর্যন্ত ভারতের সামনে ৩৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় অস্ট্রেলিয়া।
জবাবে দলের ৬০ রানের মধ্যেই ফিরে যান দলের দুই ওপেনার শিখর ধাওয়ান (৩০) এবং মায়াঙ্ক আগরওয়াল (২৮)। এরপর বিরাট এবং শ্রেয়স জুটি বাঁধেন। দু’জনে প্রায় ৯৩ রান যোগ করেন। কিন্তু ৩৮ রান করে আউট হন শ্রেয়স। এরপর রাহুলের সঙ্গে বিরাট জুটি বেঁধে রান তাড়া করতে থাকেন। কিন্তু ৮৯ রানে বিরাটকে ফেরান সেই হ্যাজেলউড। শেষদিকে রাহুল–হার্দিক চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। রাহুল করেন ৬৬ বলে ৭৬ রান। অজি বোলারদের মধ্যে দুরন্ত বোলিং করেন প্যাট কামিন্স।
শেষদিকে হার্দিক–রাহুল দু’জনকেই ফেরান তিনি। শুরুতে আগরওয়ালকেও আউট করেছিলেন তিনি। অন্যদিকে, হ্যাজেলউড নেন দু’টি উইকেট। শেষপর্যন্ত ৫১ রান দূরেই থেমে যায় ভারতের ইনিংস।
এই ম্যাচ হারার সাথে সাথে সিরিজও হাতছাড়া হয়ে গেল ভারতের। অন্যদিকে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিক অস্ট্রেলিয়া।
TAG : Australia tour of India, 2nd ODI
KEYWORDS : Australia tour of In
This News Related By : India.