
Rana Sikder
CrickBangla Reporter
ভারতের বিপক্ষে ৬৬ রানের বিশাল জয় অস্ট্রেলিয়ার
27 November 2020 , 11:00 PM
অস্ট্রেলিয়া সফর হার দিয়েই শুরু হল ভারতের। প্রথম এক দিনের ম্যাচে ৬৬ রানে হারল বিরাট কোহলির ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে থামতে হল ৩০৮ রানে।
টস হেরে ফিল্ডিং করতে নামে ভারত। অস্ট্রেলিয়ার ২ ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার শুরুতেই ম্যাচ নিয়ে চলে যান নিজেদের দিকে। তাঁদের ১৫৬ রানের পার্টনারশিপের ধাক্কা কোনও ভাবেই সামাল দিতে পারল না ভারতীয় বোলাররা। শুক্রবার ফিঞ্চ এক দিনের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক পার করেন। ওয়ার্নার ফিরলে সিডনির মাঠে ঝড় তোলেন স্টিভ স্মিথ। ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েলও। জোড়া শতরানে ভর করে অস্ট্রেলিয়া তোলে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান।
ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ২ ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানএবং ময়াঙ্ক আগরওয়াল। ময়াঙ্ক ফিরতে বিরাট দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। ১ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন অ্যাডাম জাম্পা। জীবন পেয়ে বড় রান তোলার দিকেই এগোচ্ছিলেন বিরাট, কিন্তু সিডনির মাঠে ভয়ঙ্কর ফর্মে ছিলেন জশ হ্যাজেলউড। তাঁর বলেই আউট হন ভারত অধিনায়ক। ১০ ওভারে ৫৫ রান দিয়ে ৩ উইকেট নেন হ্যাজেলউড। ১৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত।
সেখান থেকে হার্দিক পাণ্ডে এবং শিখরের ব্যাটে ভর করে আশার আলো দেখছিল টিম ইন্ডিয়া। হার্দিকের ইনিংস মাঝের ওভারে ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া শিবিরেও। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙার দায়িত্ব নেন জাম্পা। শিখরকে ফেরান তিনি। এর পর তুলে নেন হার্দিকের উইকেটও। ১০ ওভার বল করে জাম্পা নেন ৪ উইকেট, ৫৪ রান দিয়ে।
সেখান থেকে হার্দিক পাণ্ডে এবং শিখরের ব্যাটে ভর করে আশার আলো দেখছিল টিম ইন্ডিয়া। হার্দিকের ইনিংস মাঝের ওভারে ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া শিবিরেও। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙার দায়িত্ব নেন জাম্পা। শিখরকে ফেরান তিনি। এর পর তুলে নেন হার্দিকের উইকেটও। ১০ ওভার বল করে জাম্পা নেন ৪ উইকেট, ৫৪ রান দিয়ে।
৬৬ রানের বিশাল জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৭৪/৬ (ওয়ার্নার ৬৯, ফিঞ্চ ১১৪, স্মিথ ১০৫; শামি ৩/৫৯)।
ভারত: ৫০ ওভারে ৩০৮/৮ (ধাওয়ান ৭৪,হার্দিক ৯০, সাইনি ২৯*; জাম্পা ৪/৫৪)।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৭৪/৬ (ওয়ার্নার ৬৯, ফিঞ্চ ১১৪, স্মিথ ১০৫; শামি ৩/৫৯)।
ভারত: ৫০ ওভারে ৩০৮/৮ (ধাওয়ান ৭৪,হার্দিক ৯০, সাইনি ২৯*; জাম্পা ৪/৫৪)।
TAG : Australia tour of India , 1st ODI
KEYWORDS : Australia tour of In
This News Related By : India.