
Rana Sikder
CrickBangla Reporter
বিরাটহীন ভারতের বিপক্ষে শেষ তিন টেস্টে রাজত্ব করবে অজিরা!
12 November 2020 , 04:00 PM
পরের মাসে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ভাগ্য ঠিক হয়ে যেতে পারে অ্যাডিলেডেই।
যখন বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিনরাতের টেস্ট খেলতে নামবে ভারত। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং বল-বিকৃতি তুলকালামের সময় স্টিভ স্মিথদের কোচ ডারেন লেম্যান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন কোহলি। সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে। যে কারণে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, বিরাটহীন ভারতের পক্ষে টেস্ট সিরিজে ভাল কিছু করা কঠিন।
অস্ট্রেলিয়ার প্রচারমাধ্যমে লেম্যান বলেছেন, ‘‘প্রথম টেস্টে কোহলিকে পাচ্ছে ভারত। ওই টেস্টে ওদের জিততেই হবে। সেটা যদি না হয়, তা হলে কোহলি দেশে ফিরে যাওয়ার পরে টেস্ট সিরিজ শাসন করবে অস্ট্রেলিয়া।’’
বুধবার রাতেই দুবাই থেকে অস্ট্রেলিয়া উড়ে গেল ভারতীয় দল। সেখানে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট খেলবে তারা।
লেম্যান বলেছেন, ‘‘কোহলি যে ভাবে মাঠে দলকে পরিচালনা করে, যে ভাবে বিপক্ষের চোখে চোখ রেখে কথা বলে, সেই তেজটাই হারিয়ে যাবে ও না থাকলে। অস্ট্রেলিয়া যদি প্রথম থেকে চাপ তৈরি করতে পারে, তা হলে ট্রফিটা ফিরিয়ে আনতে পারবে।’’
গত বার কোহলির নেতৃত্বেই প্রথম বার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত।
লেম্যান আরও মনে করেন, কোহলি চলে যাওয়ার পরে যিনি নেতৃত্ব দেবেন ভারতকে, তাঁর উপরে অনেক কিছু নির্ভর করবে। এমনিতে টেস্ট সিরিজের জন্য অজিঙ্ক রাহানেকে সহ-অধিনায়ক বাছা হয়েছে। তবে অনেকেই মনে করছেন, ছন্দে না থাকা রাহানের পক্ষে এই দায়িত্ব সামলানো কঠিন হবে।
লেম্যানের মন্তব্য, ‘‘কোহলি ফিরে গেলে ভারত কী ভাবে খেলে, সেটাই দেখার। রাহানে অনেক শান্ত। আমি জানি না, ভারত কাকে কোহালির জায়গায় নেতৃত্বের দায়িত্ব দেবে। তবে এটুকু জানি, প্রথম টেস্টটায় দারুণ লড়াই হবে।’’
সাদা বলের ক্রিকেটে কোহলির লড়াই হবে অস্ট্রেলীয় লেগস্পিনার অ্যাডাম জ়াম্পার সঙ্গেও। যিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভারত অধিনায়কের সতীর্থ ছিলেন।
জ়াম্পা বলেছেন, ‘‘মাঠ এবং মাঠের বাইরে কোহলি সম্পূর্ণ দুই ধরনের মানুষ। মাঠে অত্যন্ত আগ্রাসী আর মাঠের বাইরে খুবই ঠান্ডা মাথার।’’
TAG : AUSvsIND, Darren Lehamann, Virat Kohli, CrickBangla
KEYWORDS : AUSvsIND, Darren Leh
This News Related By : India.