
Rana Sikder
CrickBangla Reporter
অ্যাশেজ সিরিজের সূচি প্রকাশ, অস্ট্রেলিয়ায় হচ্ছে এইবারের সিরিজ
19 May 2021 , 05:45 PM
অস্ট্রেলিয়ার মাঠে হবে এ বারের অ্যাশেজ। জানানো হল সূচি। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এই টেস্ট সিরিজে ২৬ বছরে প্রথম বারের জন্য শেষ ম্যাচ হবে না সিডনিতে। পুরুষ এবং মহিলা, দুই দলের অ্যাশেজের সূচিই ঘোষণা করা হয়েছে।
ব্রিসবেনের গাব্বায় প্রথম টেস্ট। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে এ বারের অ্যাশেজ। দ্বিতীয় ম্যাচ খেলা হবে গোলাপি বলে। দিন রাতের সেই ম্যাচ শুরু হবে ১৬ ডিসেম্বর, অ্যাডিলেডে। বক্সিং ডে টেস্ট খেলা হবে মেলবোর্নে। সিডনিতে খেলা হবে চতুর্থ টেস্ট। ৫ জানুয়ারি থেকে শুরু হবে সেই খেলা। শেষ টেস্ট হবে পার্থে। ১৪ জানুয়ারি মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
মেয়েদের সিরিজ শুরু হবে ২৭ জানুয়ারি। টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সেই সিরিজ। মেয়েদের অ্যাশেজে টেস্ট ছাড়াও টি২০ এবং একদিনের ম্যাচ খেলা হবে। অস্ট্রেলিয়ায় খেলার পর মেয়েদের দল উড়ে যাবে নিউজিল্যান্ডে। সেখানেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
TAG : Ashes Series, Australia, England
KEYWORDS : Ashes Series, Austra
This News Related By : Australia.