
Rana Sikder
CrickBangla Reporter
বঙ্গবন্ধু টি-২০ কাপের ৮ সদস্যে ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা
19 November 2020 , 10:00 PM
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য ৮ সদস্যে ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করা হয়েছে।
সম্প্রচার প্রতিষ্ঠান টি-স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ ধারাভাষ্যকারদের মধ্যে তিন জন বিদেশি।
এরা হলেন আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার নায়াল ও’ব্রায়ান, জিম্বাবুয়ের এডওয়ার্ড রেন্সফোর্ড ও ভারতের আনজুম চোপড়া ও সমন্বয় ঘোষ।
ধারাভাষ্যকার প্যানেলে রয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী খান। রয়েছেন ক্রিকেটার নাফীস ইকবালও।
প্যানেলের অপর দু’জন মাজহার উদ্দিন অমি ও শামীম আশরাফ চৌধুরী।
আগামী ২৪শে নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসর।
আসরের দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, জেমকন খুলনা, গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার রাজশাহী।
এ পাঁচ দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত।
TAG : Bangabandhu T-20 Cup, commentators panel
KEYWORDS : Bangabandhu T-20 Cup
This News Related By : Bangladesh.