
Rana Sikder
CrickBangla Reporter
প্রস্তুতিটা ভালো হল না টাইগারদের, শ্রীলঙ্কার পর এইবার আইরিশদের কাছে হার
14 October 2021 , 09:20 PM
নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন বিশ্রামে। আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমান দলে ফিরে করেছেন বিবর্ণ বোলিং। দলের অভিজ্ঞ দু’জনের অভাব অন্যরা মেটাতে ব্যর্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হেরেছে বাংলাদেশ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৭৭ রান করে আয়ারল্যান্ড। ১৭৮ রানের বড় লক্ষ্য টপকাতে গিয়ে ইনিংসের শেষ ওভারে অলআউট হয়েছে বাংলাদেশ। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থতা অব্যাহত। ১৪৪ রানে অলআউট হয়েছে লিটন দাসের নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ দল।
আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১৭৭/৩ (২০ ওভার), ডিলানি ৮৮*, স্টার্লিং ২২, বালবির্নি ২৫, টেক্টর ২৩*, ডকরেল ৯।তাসকিন ২/২৬, মোস্তাফিজ ০/৪০, শরিফুল ০/৪১, নাসুম ১/৩৩, শেখ মেহেদি ০/১৫, সৌম্য ০/১৩।
বাংলাদেশ ১৪৪/১০ (২০ ওভার), সোহান ৩৮, সৌম্য ৩৭, আফিফ ১৭, নাঈম ৩, লিটন ১, মুশফিক ৪, শামীম ১, শেখ মেহেদি ৯, তাসকিন ১৪*, মোস্তাফিজ ৭। অ্যাডায়ার ৩/৩৩, লিটল ২/২২, ইয়ং ২/২১।
TAG : Bangladesh, Warm-up, ICC, T20, World Cup
KEYWORDS : BD, Warm-up, T20
This News Related By : Bangladesh.