প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০ | ক্রিক বাংলা প্রতিবেদক
স্বস্তি ফিরলো মুমিনুল হকের। করোনা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশের টেস্ট অধিনায়কের।
বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয় বার পরীক্ষার ফল নেগেটিভ আসে। আর করোনা মুক্ত হয়েই অনুশীলনে নেমে পড়েছেন মুমিনুল।
গতকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেন তিনি। গত ১০ই নভেম্বর করোনা শনাক্ত হয় মুমিনুল হকের।
তার স্ত্রীও আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তারা দুজন বাসাতেই আইসোলেশনে ছিলেন।
বৃহস্পতিবার মুমিনুল হক বলেছিলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা... যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’
আর গতকাল সকালেই ইনডোরে উপস্থিত হন ব্যাটিং অনুশীলন করতে। ইনডোরের মাঠে থ্রোয়ার নিয়ে অনুশীলন করতে দেখা যায় তাকে। ৩৫-৪০ মিনিট সেখানে ব্যাটিং করেন মুমিনুল।
২৪শে ডিসেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট আসর। এখানে গাজী গ্রুপ চট্টগ্রাম দলের হয়ে খেলবেন কক্সবাজারের এই ক্রিকেটার।
আসরে চট্টগ্রামের মিশন শুরু আগামী ২৬শে নভেম্বর। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা। ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড গড়েছে চট্টগ্রাম।
মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করা দলটিতে মুমিনুল ছাড়াও রয়েছেন মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলামের মতো পরীক্ষিত ক্রিকেটাররা।
By Crick Bangla