News

09:00 PM League

After-Muminul-Rahi-Naeem-dropped-out-of-the-tournament-this-time

Rana Sikder

CrickBangla Reporter

মুমিনুল-রাহির পর এইবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন নাঈম

13 December 2020 , 09:00 PM

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরু হয়েছে ইনজুরির মিছিল। টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ সবার আগে বুড়ো আঙুলে ইনজুরি নিয়ে ছিটকে পড়েন। চট্টগ্রামের হয়ে আসরে ফিল্ডিং করার সময় হাতে চোট পান তিনি। এরই মধ্যে তার হাতে হয়েছে অস্ত্রোপচার।

এরপর টেস্ট দলের পেসার আবু জায়েদ রাহি খুলনার হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। তারই এই আসরে খেলা শেষ হয়ে গেছে।

এবার টেস্ট দলের তরুণ পেসার নাঈম হাসানও বিপদে। আঙুলে আঘাত পেয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলাতো শেষই সেই জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হবে কিনা তাও নিয়ে আছেন শঙ্কা।


যদিও তার দল বেক্সিকো ঢাকার ম্যানেজার সাইফুল ইসলাম আশা করছেন তিনি এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবেন।

তিনি বলেন, ‘ওর কড়ে আঙুলে চোট গেলেছে। চিড়ও ধরেছে। তাই এক সপ্তাহ বিশ্রামে রাখা হবে। আশা করি তারই মধ্যে সুস্থ হয়ে যাবে।’

গত বৃহস্পতিবার খুলনার মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা। সেই ম্যাচে অবশ্য একাদশে ছিলেন না ঢাকার স্পিনার নাঈম। তবে বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন। সেটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি ফেরাতে গিয়ে আঙ্গুলে চোট পান নাঈম। নাঈমের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে পাওয়া চোট শুরুতে গুরুতর মনে না হলেও পরীক্ষার পর সেখানে চিড় ধরা পড়ে।

তার বিষয়ে ঢাকার সহকারী কোচ নাসিরউদ্দিন বলেন, 
‘টুর্নামেন্ট তার খেলা শেষ হলেও খুব বেশি গুরুতর নয় নাঈমের চোট। সেরে উঠতে সর্বসাকুল্য ১০ দিন সময় লাগতে পারে। নাঈমের আঙ্গুলে হালকা চিড় ধরা পড়েছে। তবে বড়সড় তেমন কোন সমস্যা হয়নি, ছোটখাটো সমস্যা। কিন্তু সেরে উঠতে ১০ দিনের মতো সময় লেগে যাবে। এজন্য বঙ্গবন্ধু টুর্নামেন্টে তাকে আমরা আর পাচ্ছি না।’

TAG : Bangabandhu T-20 Cup, Nayeem Hasan
KEYWORDS : Bangabandhu T-20 Cup

This News Related By : Bangladesh.