ক্রমশ প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর ঘিরে।
মঙ্গলবার আরও ৩ পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁদের নিয়ে মোট ১০ জন পাক ক্রিকেটার ক্রিকেটার করোনা আক্রান্ত।
১৮ ডিসেম্বর টি ২০ ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা দুই দলের সিরিজ। কিন্তু তার আগে ১০ জন পাক ক্রিকেটার আক্রান্ত হয়ে পড়ায় আশঙ্কা তৈরি হয়েছে সিরিজ নিয়ে।
নিউজিল্যান্ডে ৩টি টি ২০ এবং ২টি টেস্ট ম্যাচ খেলার কথা পাকিস্তানের। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ।
বর্তমান পরিস্থিতে কী ভাবে এই সিরিজ হবে সেই দিকেই তাকিয়ে দুই দেশের ক্রিকেটমহল।
ইতিমধ্যেই পাকিস্তান দলকে চরম সতর্কতা জানিয়েছে নিউজিল্যান্ড বোর্ড করোনা সংক্রান্ত নিয়ম বার বার লঙ্ঘন করার জন্য।
নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম ৩ দিন ঘরে থাকার বদলে পাকিস্তানি ক্রিকেটারদের মাস্ক না পরে আড্ডা দিতে, খাবার ভাগ করে খেতে দেখা গিয়েছিল বলে জানিয়েছিলেন নিউজিল্যান্ড দলের প্রধান স্বাস্থ্যঅধিকর্তা অ্যাশলে ব্লুমফিল্ড।
এখন যদিও দলের প্রত্যেককে হোটেলের রুমে থাকতে বলা হয়েছে। নিয়ম ভাঙলে তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান হয়েছে।